ক্রিকেট

'আমি সব সময় স্বপ্ন বড় দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি'

বাংলাদেশ দলের বর্তমান অবস্থায় খুব বড় কিছু আশা করা যায় না। তবে যিনি মাঠে খেলবেন, তাকে বড় কিছুর জন্যই খেলতে হয়। এটাই নিয়ম। লক্ষ্য ছোট রাখলে, পিছিয়ে পড়ার সম্ভাবনাই থাকে বেশি। বাংলাদেশি ব্যাটার সৌম্য সরকারের ভাবনাও তেমন। দলকে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন তিনি।

‘দ্য গ্রিন রেড স্টোরি’তে আজ প্রকাশিত হয়েছে সৌম্য’র সাক্ষাৎকার। বিসিবির আয়োজনে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা নিজেদের লক্ষ্য ও ক্রিকেট নিয়ে শুরুর কথা জানান। এখানে আজ সৌম্য নিজের অভিব্যক্তি জানিয়েছেন।

এই ব্যাটার বলেন, ‘আমি সব সময় স্বপ্ন বড় দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। এটা আমার ব্যক্তিগত চিন্তা, আমি সব সময় স্বপ্ন বড় দেখতে পছন্দ করি।‘

তিনি আরও বলেন, ‘কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলব ফাইনাল খেলতে যাব। এরপর মাঠে ভালো খেলব বা খারাপ খেলব তার উপর নির্ভর করে কিন্তু স্বপ্ন বড় দেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব সেরাটা দেওয়ার। আগের দুই বিশ্বকাপে ভালো কিছু করিনি, ২০২৪ স্মরণীয় করে রাখতে চাই।‘

অভিজ্ঞতা ও তারুণ্য- দুইয়ে মিলে বাংলাদেশ ভালো করবে বলে বিশ্বাস করেন সৌম্য। সবমিলিয়ে এই বাঁহাতি ব্যাটারের এটি ৬ষ্ঠ বিশ্বকাপ। সেই ২০১৫ থেকে শুরু করে ২০২৪- রোমাঞ্চটা একইরকম অনুভব করেন সৌম্য।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন