দেশজুড়ে

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত

পঞ্চগড়ে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দেশ প্রতিবন্ধী স্কুলের শতাধিক অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থী অংশ নেয়। ক্রীড়া উৎসব শেষে সকল শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার (৩ জুন) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এই ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি আওতায় এবং পঞ্চগড় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে দৌড় প্রতিযোগিতা ও ফুটবল- ঝুড়ি খেলাসহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পঞ্চগড় জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার রায়ের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান, পঞ্চগড় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, দেশ প্রতিবন্ধী স্কুলের পরিচালক জহিরুল ইসলামসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন