আর্কাইভ থেকে বাংলাদেশ

টাইগারদের পরামর্শক শ্রীরাম ঢাকায়

ঢাকায় এসেছেন টাইগারদের নতুন কোচ (পরামর্শক)শ্রীধরন শ্রীরাম। হোটেলে না গিয়ে সরাসরি চলে এসেছেন ছাত্রদের কাছে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। বিশ্রাম নয় আগে শির্ষদের সাথে দেখা।যেখানে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলছেন এশিয়া কাপের দলে থাকা খেলোয়াড়রা।

আজ রোববার (২১ আগস্ট) দুপুর ২টা নাগাদ রাজধানীর হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন তিনি। জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন টেকনিক্যাল কনসাল্টেন্ট হিসেবে কয়েক দিন হলো নিয়োগ পান শ্রীরাম।

বিসিবির হেড অফিসে এসেই বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন শ্রীরাম। এ মাসে শুরু এশিয়া কাপ থেকেই কাজ শুরু করবেন ভারতীয় এই কোচ।

অস্ট্রেলিয়ায় আবাস গড়া শ্রীরাম অবশ্য ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তেমন পরিচিত নন। ২০০০ থেকে ২০০৪ অব্দি ভারতের হয়ে খেলেছেন আটটি ওয়ানডে। তারপর থেকেই জড়িয়ে আছেন ক্রিকেট কোচিংয়ে। অস্ট্রেলিয়া ‘এ’ দলে কোচ হিসেবে কাজ করেছেন। এরপর আইপিএল দল র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের কোচও ছিলেন। কাজ করেছেন পাঞ্জাব কিংস, দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে।

এ সম্পর্কিত আরও পড়ুন