আফগানিস্তানের কাছে পাত্তা পেলো না উগান্ডা
আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না উগান্ডা। বিশ্বকাপে দুই দলের জন্যই আজ প্রথম ম্যাচ ছিল। সেখানে একেবারেই সুবিধা করে উঠতে পারেনি প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দলটি। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় উগান্ডা। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভারে অলআউট হয়ে যায় উগান্ডা, সংগ্রহ করতে পারে মাত্র ৫৮ টি রান। পরাজয়ের ব্যবধান ১২৫ রানের।
গায়ানায় আফগানিস্তানের হয়ে ব্যাটিংয়ে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ১৫৪ রানের জুটিতে এগিয়ে যায় দলটি। এই দুই ব্যাটার পরপর দুই ওভারে প্যাভিলিয়নের পথ ধরেন। জাদরান ৪৬ বলে ৭০ রান এবং গুরবাজ ৪৫ বলে ৭৬ রান করে ফিরেছেন।
আর তেমন কাউকে এগিয়ে আসতে হয়নি। পরের ব্যাটারদের মধ্যে দুই ডিজিটে কেবল মোহাম্মদ নবী ১৬ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন। উগান্ডার বোলারদের মধ্যে কসমাস কাইউয়াতা ও ব্রায়ান মাসাবা ২ টি করে উইকেট নিয়েছেন।
উগান্ডার সামনে বেশ চাপ ছিল তা পরে ব্যাট করতে নামে যখন তারা, তখন বোঝা যায়। ফজল হক ফারুকীর প্রথম ওভারেই ২ উইকেটের পতন ঘটে। এই আফগান পেসার পরে নিয়েছেন আরও ৩ উইকেট। সবমিলিয়ে ম্যাচ সেরার পুরস্কারটিও তিনিই জিতেছেন ৫ টি উইকেট নিয়ে।
উগান্ডার ব্যাটারদের মধ্যে কেবল দুই জন ছিলেন, যারা দুই ডিজিটে পৌঁছাতে পেরেছেন। একজন রবিনসন অবুয়া, রিয়াজাত আলি শাহ- যথাক্রমে ১৪ ও ১১ রান করেছেন। আফগান বোলারদের পক্ষে নাভিন উল হক ও রাশিদ খান ২ টি করে উইকেট নিয়েছেন।
এম/এইচ