ক্রিকেট

বিশ্বকাপের শীর্ষ রান সংগ্রাহক হবেন কোহলি: স্টিভ স্মিথ

ভিরাট কোহলির ব্যাটে রান আসবে, এই যেন দেখতে দেখতে স্বাভাবিক হয়ে গেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সদ্য সমাপ্ত আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন কোহলি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে কেমন করেন, তাই দেখার বিষয়। এদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং বিশ্বকাপের ব্রডকাস্টিং প্যানেলের অংশ স্টিভ স্মিথও কোহলির ব্যাপারে বড় ভবিষ্যদ্বাণী জানিয়ে দিলেন।

বিশ্বকাপে এখনো ম্যাচ খেলেনি ভারত। আগামীকাল (৫ জুন) আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ-পর্ব। স্মিথ আইসিসি’তে কথা বলতে গিয়ে জানান, 'এই টুর্নামেন্টে আমার শীর্ষ রান সংগ্রাহক ভিরাট কোহলি। আইপিএলে দুর্দান্ত খেলে এসেছেন তিনি, সে দারুণ ফর্মে আছে। তাই আমি মনে করি সে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠবে।'

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ২৭ ম্যাচ খেলে ১১৪১ রান সংগ্রহ করেছেন কোহলি। তার ব্যাটিং গড় বলছে ৮১.৫০, যেখানে আছে ১৪ টি ফিফটি।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন