উত্তর প্রদেশে রাম মন্দির বানিয়েও হারের মুখে বিজেপি
ভারতের লোকসভা নির্বাচনের ফল গণনায় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির(বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে। তবে দলের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, মঙ্গলবার (৪ জুন) দেশটির স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় নির্বাচনের ফল গণনা শুরু হয়েছে। ফল গণনার প্রায় চার ঘণ্টায় দেখা গেছে উত্তর প্রদেশের ৮০ আসনে হাড্ডা-হাড্ডি লড়াই চলছে। ভারতের নির্বাচন কমিশনের সবশেষ পাওয়া তথ্য অনুযায়ি, উত্তর প্রদেশে ৪৪ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট। অন্যদিকে, বিজেপির জয়ের পাল্লা ভারী ৩৫টি আসনে।
প্রসঙ্গত, ভারতের জাতীয় নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে যে দল বা জোট বেশি আসন পেয়েছে তারাই সরকার গঠন করেছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৮০ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ দখলে যায় ৬২টি আসন। অন্য আসনগুলোর মধ্যে বিএসপি পেয়েছিল ১০টি আর সমাজবাদী পার্টি পাঁচটি।
ওই নির্বাচনে বিএসপি ও সমাজবাদী পার্টি জোট বেঁধেছিল। তবে এবারের নির্বাচনে সমাজবাদী পার্টি বিজেপিবিরোধী জোট ইন্ডিয়ায় যোগ দিলেও বিএসপি নিজেদের মতো করে নির্বাচনি লড়াইয়ে নেমেছে।
এমআর//