আর্কাইভ থেকে বাংলাদেশ

তথ্য মন্ত্রণালয়ে শাকিব খান

তথ্য মন্ত্রণালয়ে শাকিব খান

কয়েকদিন আগেই দেশে ফিরেছেন জনপ্রিয় সুপারস্টার শাকিব খান। গেলো ১৭ আগস্ট তাকে বিমানবন্দরে স্বাগত জানায় শত শত ভক্ত। দেশের কোনো সিনে তারকার আগমনে এমন উৎসব-উল্লাসের চিত্র এর আগে কখনো দেখা যায়নি।

দেশে ফিরেই শাকিব জানান, বেশ কিছু চমকপ্রদ খবর দেবেন। তবে সেটা কী, পরিষ্কার করেননি। ধীরে ধীরে প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন।

এদিকে গেলো রোববার (২১ আগস্ট) শাকিব খানকে হঠাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দেখা যায়। সেখানে তিনি মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে আলাপ করেছেন, এরপর ক্যামেরাবন্দি হয়েছেন। সেই ছবি আবার মন্ত্রীর ফেসবুক পেজ থেকে শেয়ার দেয়া হয়েছে।

ওই পোস্ট শাকিব নিজেও শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘ধন্যবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আপনার মূল্যবান সময় ও আলাপের জন্য।’

শাকিবের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সরকারি অনুদানের চেক গ্রহণের জন্যই মন্ত্রণালয়ে গিয়েছিলেন নায়ক। ২০২১-২২ অর্থবছরে তিনি ‘মায়া’ নামের একটি সিনেমা বানানোর জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন। সেই অর্থের প্রথম কিস্তিতে ৩০ শতাংশের চেক গ্রহণ করেছেন রোববার।

প্রসঙ্গত, শাকিব খান গত ৯ মাস ছিলেন যুক্তরাষ্ট্রে। সে দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে থেকে সিনেমা নির্মাণের ঘোষণাও দিয়েছেন তিনি। 

কেএস 

এ সম্পর্কিত আরও পড়ুন