আর্কাইভ থেকে বাংলাদেশ

যুবককে জুতো পেটার অভিযোগে গ্রাম প্রধান গ্রেপ্তার

দীনেশ কুমারকে (২৭ বছর) জুতো দিয়ে মারধরের অভিযোগ উঠেছে গ্রাম প্রধানদের বিরুদ্ধে।

আবারও এক দলিত যুবককে জুতো পেটা করার অভিযোগ করা হয়েছে। তাদের মধ্যে এক জনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্‌‌ফরনগরে। 

সংবাদ সংস্থা সূত্রে জানা যায়,  ছাপরা থানার অন্তর্গত রেটা নাগলা গ্রামে ২৭ বছর বয়সি দীনেশ কুমারকে জুতো দিয়ে মারধর করার অভিযোগ গ্রাম প্রধান তাজপুর শক্তি মোহন গুর্জর ও প্রাক্তন প্রধান গাজে সিংহের বিরুদ্ধে। তাকে খুনের হুমকিও দেয়া হয় বলে দাবি করেছেন। 

এই ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার অর্পিত বিজয়বর্গীয় জানিয়েছেন, অভিযুক্ত দু’জনের বিরুদ্ধেই মামলা রুজু করা হয়েছে। গ্রামের প্রধান শক্তি মোহনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান দলিত সম্প্রদায় ও ভীম সেনার কর্মীরা। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

কেএস

এ সম্পর্কিত আরও পড়ুন