এশিয়া

২৫৪ আসনের চূড়ান্ত ফল ঘোষণা, বাড়ছে বিজেপি-কংগ্রেস ব্যবধান

ভারতের লোকসভার নির্বাচনের ৫৪৩টি আসনের মধ্যে ২৫৪টি আসনের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ ফলাফল অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন দল বিজেপি পেয়েছে ১২৬টি আসন। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দল রাহুল গান্ধীর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে ৫৪টি আসন। তৃতীয় সর্বোচ্চ ১৮টি আসন পেয়েছে সমাজবাদী দল। বাকি আসনগুলো পেয়েছে অন্যান্য দলগুলো।

মঙ্গলবার (৪ জুন) রাত ৮ টা পর্যন্ত এ ফল ঘোষণা করা হয়।

ভারতে কোনো দল যদি এককভাবে সরকার গঠন করতে চায় তাহলে তাদের ৫৪৩টি আসনের মধ্যে ২৭২টি আসনে জয় পেতে হবে। তবে মোদির বিজেপি এককভাবে এই সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা করা হচ্ছে।

এ কারণে এখন সরকার গঠন করতে হবে এনডিএ জোটে থাকা অন্যান্য দলগুলোকে সঙ্গে নিয়ে। গত নির্বাচনেও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠন করেছিলো। কিন্তু সেবার বিজেপি একাই ৩০২টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলো। ফলে তারা চাইলে জোট ছাড়াই সরকার গঠন করতে পারত। কিন্তু এবার তাদের আর সেই সুযোগ থাকছে না।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন