রোহিত চেয়েছিলেন দ্রাবিড় কোচ হিসেবে থাকুক
রাহুল দ্রাবিড় কোচের দায়িত্ব ছাড়ছেন। ভারত খুঁজছে নতুন কোচ। দ্রাবিড়কে কোচ হিসেবে রাখার চেষ্টা অবশ্য করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সে কথা সম্প্রতি জানিয়েছেন। তবে এই সাবেক খেলোয়াড় ও বর্তমান কোচ নিজের সিদ্ধান্ত নিয়েছেন। যেখানে আর কোচ হিসেবে থাকতে রাজি নন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ পর্যন্ত দ্রাবিড়ের সময়কাল। এরমধ্যে নতুন কোচ খোঁজার কাজটি অনেকদূর পর্যন্ত এগিয়ে নিয়েছে ভারত। হয়তো ঠিকও হয়ে গেছে, শুধু জানানো বাকি। রোহিত জানিয়েছেন, ‘আমি তাকে থেকে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম। তবে হ্যাঁ অনেক জিনিস আছে, সেগুলোও তাকে খেয়াল রাখতে হবে।‘
'হ্যাঁ আমি তার সাথে থাকতে বেশ উপভোগ করতাম। আমি নিশ্চিত অন্যান্য ছেলেরাও তাই বলবে। তার সাথে কাজ করা, এটা দারুণ ব্যাপার। আমি আশা করি...না আমার আর কিছু বলার নেই। আসলেই, আমার আর কিছু বলার নেই।'
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত এই বিশ্বকাপে রোহিতের দল অন্তত চাইবে ভালো কিছু করতে। দ্রাবিড়কে একটি ট্রফি সহযোগে বিদায় দেওয়ার একটা চেষ্টা তো থাকবে। যা ভারতের জন্যেও বহু আকাঙ্ক্ষিত।
এম/এইচ