আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলা ‘পূর্ণাঙ্গ যুদ্ধ’ হিসেবে বিবেচনা করা হবে: ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলাকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধ’ বিবেচনা করে কঠোর জবাব দিবে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ ও অন্যান্য সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে রওনা দেয়া প্রসঙ্গে এই হুঁশিয়ারি জানিয়েছেন ইরান সরকারের একজন মূখপাত্র।

নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের ওই কর্মকর্তা আরো বলেছেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য ইরানি সেনাবাহিনী প্রস্তুত আছে।

উল্লেখ্য, গেল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি ‘আর্মাডা’ বা বিশাল নৌবহর ইরানের দিকে এগোচ্ছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন