ইরানের দিকে এগোচ্ছে মার্কিন রণতরীর বিশাল বহর
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরো বাড়াচ্ছে। আমেরিকার নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন, আগামী সপ্তাহে উপসাগরীয় অঞ্চলে পৌঁছানোর কথা রয়েছে।
এই রণতরীতে এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমানসহ একটি স্ট্রাইক গ্রুপ, মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও সাবমেরিন আছে। পাশাপাশি প্যাট্রিয়ট ও থাড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন মার্কিন প্রতিরক্ষামূলক সরঞ্জামও অঞ্চলটিতে পাঠানো হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বলেছেন, ‘পরিস্থিতি মোকাবেলায় ইরানের দিকে এই ‘নৌবহর’ পাঠানো হয়েছে।’
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী জর্জ এইচ ডব্লিউ বুশ ভার্জিনিয়া থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে এমন খবর পাওয়া গেছে।
এসএইচ//