ফুটবল

নাপোলির কোচ হয়ে এলেন আন্তোনিও কন্তে

সিরিআ লিগে নাপোলির হয়ে যুক্ত হলেন আন্তোনিও কন্তে। এক মৌসুমে ৬০ লাখ ইউরো বেতন পাবে কন্তে। নাপোলির কোচ হতে পেরে কন্তে নিজের অভিব্যক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই ক্লাবটি কোচ বদল করার ব্যাপারে বেশ চর্চিত হয়ে উঠছে।

কন্তে তার অভিব্যক্তিতে জানিয়েছেন, 'বৈশ্বিকভাবে নাপোলি গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই ক্লাবের ডাগআউটে বসার সুযোগ আমাকে আনন্দিত ও রোমাঞ্চিত করছে। এই প্রতিজ্ঞা আমি করতে পারি, দল ও ক্লাবের জন্য নিজের সবটুকু দেব।'

এর আগে ২০২৩ সালের জুনে কোচ লুসিয়ানো স্পালেত্তি নাপোলি ছাড়েন। এরপর শেষ এক বছরে নাপোলির দায়িত্ব ছেড়েছেন আরও ৩ জন কোচ। সর্বশেষ টটেনহামের দায়িত্ব পালন করে এসেছেন কন্তে।

নাপোলি সভাপতি আউরেলিও ডি লাউরেনটিস জানান, 'আন্তোনিও একজন টপ কোচ, একজন নেতা।'

এ সম্পর্কিত আরও পড়ুন