টেকনাফে সাগরে মিললো জেলের মরদেহ
কক্সবাজারের টেকনাফে জাল পেঁচানো অবস্থায় এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার (৫ জুন) আনুমানিক রাত ১২টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে খুরের মুখে জাল পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি।
নিহত জেলে আবুল কালাম (৫০) টেকনাফ সাবরাং ২ নম্বর ওয়ার্ডের কোয়াইংছড়ি পাড়ার মার্কিন মিয়ার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আবুল কালাম জাল নিয়ে সাগরে মাছ ধরতে যায়। কিন্তু সকালে বের হয়ে সন্ধ্যা হয়ে আসলেও সে না ফিরলে তাকে খোঁজতে বের হই। গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোন খবর না পেয়ে ফিরে আসি। পরে রাত ১২ টার দিকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় সাগর পাড়ে।
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বুধবার দুপুর ১২টার দিকে সাগরের টেকনাফ সাবরাং কোয়াইংছড়ি পাড়ার খুরের মুখ পয়েন্টে কয়েকজন জেলেসহ আবুল কালাম মাছ ধরতে যান। অন্য জেলেরা সবাই সন্ধ্যায় ফিরে এলেও আবুল কালাম ফেরত আসেননি। পরে তাকে খোঁজাখুঁজি করে রাত ১২টার দিকে মেরিন ড্রাইভ সংলগ্ন খুরের মুখ এলাকায় হাতে জাল পেঁচানো মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।