অর্থনীতি

বয়স্ক ভাতাভোগীর সংখ্যা বাড়ছে ২ লাখ

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বয়স্ক ভাতাভোগীর সংখ্যা দুই লাখ বাড়িয়ে ৬০ লাখ এক হাজার জনে উন্নীত করা হবে।

বৃহস্পতিবার সংসদে ২০২৪–২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বাজেট পেশকালে অর্থমন্ত্রী বলেন, বয়স্ক ভাতা বাবদ চার হাজার ৩৫১ কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, ভাতাপ্রাপ্ত বিধবা ও স্বামী নিগৃহীতা নারীর সংখ্যা বিদ্যমান ২৫ লাখ ৭৫ হাজার জন থেকে বাড়িয়ে ২৭ লাখ ৭৫ হাজার জনে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার উপকারভোগীর সংখ্যা বাড়ায় এ দুখাতে সরকারের মোট ব্যয় বাড়বে প্রায় ৩০০ কোটি টাকা।

এছাড়া আগামী ২০২৪–২৫ অর্থবছরে দেশের প্রায় সকল অস্বচ্ছল প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। এজন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নতুন করে তিন লাখ ৩৪ হাজার অস্বচ্ছল প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনা হচ্ছে।

পাশাপাশি, মা ও শিশু সহায়তা ভাতা এবং হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীকে ভাতার উপকারভোগীও বাড়ছে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।প্রস্তাবিত এই বাজেট বক্তব্যের প্রতিপাদ্য ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার।’ আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন