নিউইয়র্কের পিচকে 'পুওর' বললেন ভারতের সাবেক চীফ কিউরেটর
নাসাউ কাউন্টি স্টেডিয়ামের ড্রপ-ইন পিচ প্রতিদিন নতুন আলোচনার জন্ম দিচ্ছে। তবে আলোচনার বিষয়াদি একই। নিউইয়র্কের এই মাঠে খেলোয়াড়দের জন্য খুব ভালো পরিবেশ তৈরি করা যায়নি। এমন অভিযোগই উঠছে বারবার। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক চীফ কিউরেটর ডালজিৎ সিং এবার মতামত জানিয়েছেন ড্রপ-ইন পিচ নিয়ে।
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষ করেছে ভারত। যে ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেছে নাসাউ কাউন্টিতে। এই মাঠে ভারত আরও দুইটি ম্যাচ খেলবে। মাঠটিতে যে দুইটি ম্যাচ এখন পর্যন্ত হয়ে গেছে, ম্যাচগুলোতে খুব স্পষ্টভাবে পিচের অবস্থা পরিষ্কার হয়ে যায়।
বেশ স্লো ধরনের পিচ দেখা গেছে নাসাউ কাউন্টিতে। এ নিয়ে কিউরেটর ডালজিৎ, 'এটা একটা ‘পুওর’ পিচ। ড্রপ-ইন পিচ আরো আগে থেকেই বসাতে হয়। ঘনত্ব বাড়াতে, আপনাকে এখানে খেলতে হবে, এরপর আলাদা রোলার ব্যবহার করতে হবে, এরপর ঘনত্ব বাড়াতে হবে।'
ডালজিৎ বিসিসিআই এর সাথে দুই দশকের বেশি সময় কাজ করেছেন। তিনি আরও যোগ করেন, 'এটা দেখতে এমন যে, তারা কোনো কাজ না করেই এটা বসিয়েছে। পুওর অবস্থা ও প্রস্তুতি আমাকে বলতেই হয়।'
অস্ট্রেলিয়া থেকে ১০ টি ড্রপ-ইন পিচ উড়িয়ে আনা হয়েছে নিউইয়র্কে।
এম/এইচ