চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা স্টেশনের আউটার সিগনালে মালবাহী ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে চট্টগ্রাম থেকে জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস গচিহাটা স্টেশনে এবং কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
লাইনচ্যুত হওয়া ওয়াইনের বগিটি উদ্ধারের পর বৃহস্পতিবার (৬ মে) রাত ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কিশোরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার মিজানুর রহমান গণমাধ্যমে জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গচিহাটা সিগনাল পয়েন্টে টেম্পিং কারের সঙ্গে টুলভ্যানের একটি ওয়াগন ডিরেল হয়ে পড়ে। এতে বিজয় এক্সপ্রেস গচিহাটায় ও কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ স্টেশনে আটকা পড়ে। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে। তবে রাত ৮ টায় উদ্ধার কাজ শেষ হয়।
উল্লেখ্য, গচিহাটায় আটকা পড়া চট্টগ্রাম থেকে জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস এবং কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে।
এএম/