ক্রিকেট

নিজেদের ভুল স্বীকার করে নিলেন বাবর আজম

যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরাজিত হয়েছে পাকিস্তান। বিশ্বকাপে এমন কিছু হয়তো চায়নি দলটি। নিজেদের প্রথম ম্যাচে সুপার ওভারের মুখোমুখি হয়ে সেই ম্যাচটি হারের স্বাদ পেল বাবর আজমের দল। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে।

পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। এরপর যুক্তরাষ্ট্রের ব্যাটিংয়ে ম্যাচটি টাই হয়ে যায়। সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে ১৮ রান তোলে যুক্তরাষ্ট্র। এর বিপরীতে পাকিস্তান কেবল ১৩ রানই তুলতে পারে।

বাবর জানান, ‘আমরা প্রথম ৬ ওভার পুঁজি করতে ব্যর্থ হয়েছি। পরপর দুই উইকেট হারানো আমাদেরকে ব্যাক ফুটে ফেলে দিয়েছে। একজন ব্যাটার হিসেবে আপনাকে বেড়িয়ে আসতে হবে এবং জুটি গড়ে তুলতে হবে।‘

পাকিস্তান অধিনায়ক যুক্তরাষ্ট্রকে ‘ক্রেডিট; দিয়েছেন। তিনি বলেন, ‘পুরো ক্রেডিট যুক্তরাষ্ট্রের, তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে ৩ জায়গাতেই।‘

পাকিস্তান দলনেতা মনে করেন, দলের এই রান যথেষ্ট ছিল এই পিচে। কিন্তু বোলিংয়ে খুব একটা সুবিধা করে নিতে না পারায় ব্যর্থ হয়েছে তারা।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন