অপরাধ

নেপাল থেকে আটক আসামিকে হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশ : ডিএমপি

কলকাতা সিআইডি এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলাটি তদন্ত করেছে। তাদের কাছে দুজন আসামি আছে। একজনকে তারা নেপাল থেকে নিয়েছে। আরেকজনকে আগেই গ্রেপ্তার করেছে। বললেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

শুক্রবার (৭ জুন) রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

আনার হত্যার বিচার কোন দেশে হবে এ প্রসঙ্গে তিনি বলেন,যেখানে ঘটনা সংঘটিত হয় সেখানেই তদন্ত হয়। এটি একটি সেট রুল। কিন্তু  বাংলাদেশের আইনেও বলা আছে, বিদেশি যদি কেউ অপরাধ করে থাকে সেক্ষেত্রে সেই অপরাধীকে  বাংলাদেশে এনে বিচার করা সম্ভব। ডিএমপি গোয়েন্দা দল তদন্ত করছে,কলকাতা পুলিশও তদন্ত করছে। তাই যেকোনো জায়গায় এই বিচারটি হতে পারে।

প্রসঙ্গত, এমপি আজীম হত্যা মামলায় সিয়াম ছাড়াও আরও পাঁচজন আসামি গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে বাংলাদেশে গ্রেপ্তাররা হলেন, আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমান। ভারতে গ্রেপ্তার হয়েছেন জিহাদ ও আরেকজন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন