ক্রিকেট

আফগানদের সমীহের চোখে দেখছেন কিউই অধিনায়ক

অবশেষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের দল নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি আফগানিস্তানের বিপক্ষে। প্রতিপক্ষ আফগানরা এরমধ্যে একটি ম্যাচ জিতে নিয়েছে। প্রতিপক্ষকে নিয়ে বেশ সমীহ দেখাচ্ছেন কিউই অধিনায়ক উইলিয়ামসন।

আফগানিস্তানকে সমীহ এখন করতেই হবে। অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করেছে দলটি। আর তাদের বোলিং অ্যাটাক তো সবসময় প্রশংসিত ছিল, পাশাপাশি ব্যাটিংয়েও বেশ দারুণ করছে তারা। গণমাধ্যমের সাথে আলাপকালে উইলিয়ামসন বলেন, 'তাদের দলে অবশ্যই বেশ কয়েকজন খেলোয়াড় আছে।'

'আমি বোঝাচ্ছি সব খেলোয়াড়েরাই সত্যি বলতে। তাদের একটা দক্ষ দল আছে। অন্যতম ভালো এক বোলিং অ্যাটাক আছে, আমার মনে হয় প্রতিযোগিতায়।'

উইলিয়ামসন আরও যোগ করেন, 'আমরা ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতাগুলো দেখেছি, সেখানে তারা যেভাবে জড়িত, যতগুলো আফগানি খেলোয়াড় খেলছে। তারা ক্রমাগত ভালো আর ভালোই করছে।'

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি জিতে এগিয়েই থাকতে চাইবে আফগানিস্তান। অন্যদিকে নিউজিল্যান্ডও চাইবে বিশ্বকাপে ভালো শুরু করতে। আগামীকাল (শনিবার) ভোর সাড়ে ৫ টায় দুই দল মুখোমুখি হবে গায়ানাতে।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন