বিনোদন

নাপিতের কাজ করছেন তানজিন তিশা!

রাজধানীর একটি সেলুনে নাপিতের কাজ করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গ্রাহকের চাহিদানুসারে, চুল, দাড়ি কাটা থেকে শুরু করে শেভও করছেন পারদর্শিতার সঙ্গে। কিন্তু কি এমন হলো অভিনেত্রীর যে হঠাৎ তাঁকে নর-সুন্দরের কাজ করতে হচ্ছে?

আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে বিশেষ নাটক ‘নর-সুন্দর’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। আহমেদ তাওকীরের গল্প ও চিত্রনাট্যে এটি নির্মাণ করছেন তরুণ জনপ্রিয় পরিচালক রাফাত মজুমদার রিংকু। এর আগে একাধিকবার চরিত্রাভিনেত্রী হিসেবে দেখা গেছে তাকে। এবার দেখা গেল নরসুন্দর রূপে।

চরিত্র’টি সম্পর্কে তিশা বলেন, ‘নারীরা আমাদের সমাজে এখনো পুরোপুরি নিরাপদ নয়। কিন্তু কাজ তো কাজই। নরসুন্দরী নাটকটির গল্প আমার কাছে নতুন, এখানে নিজের চরিত্রটিও নতুন। তাছাড়া নারীদের অধিকার, নারীদের সংগ্রামের গল্প নিয়ে কাজ করতে ভালো লাগে।’

তবে চরিত্রটির জন্য বেশ পরিশ্রম করতে হয়েছে অভিনেত্রীকে। শুটিংয়ের আগে সেলুনে, রাস্তার ধারের দোকানে গিয়ে চুল কাটা, দাড়ি কামানোর কৌশলগুলো বসে থেকে থেকে দেখতে হয়েছে, শিখতে হয়েছে তাঁকে। শুটিং শুরুর আগে মগবাজার, কারওয়ান বাজারের সেলুনে ও রাস্তার ধারের নাপিতের কাছে দু-তিন ঘণ্টা করে বসে থেকে কাজটি শিখেছেন বলে জানান তানজিন তিশা।

তিশা ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন শরীফ সিরাজ, মোমেনা চৌধুরী, নরেশ ভূইয়াসহ অনেকে।

এসআই/

 

এ সম্পর্কিত আরও পড়ুন