ক্রিকেট

পিচের ফায়দা তুলে সাফল্য পেয়েছেন রিশাদ

ম্যাচ শুরুর আগে ওয়াসিম আকরাম পিচ রিপোর্ট দিচ্ছিলেন। সেখানে ফিঙ্গার স্পিনারদের জন্য খুব বেশি কিছু না দেখলেও, লেগ স্পিনারদের জন্য টার্ন দেখেছিলেন তিনি। বাংলাদেশ দলের লেগি রিশাদ হোসেন সেই প্রমাণটা বোধহয় রাখলেন। বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচে ডালাসের মাঠে নেমেছিলেন রিশাদ। শ্রীলঙ্কার ব্যাটারদের কাবু করে ঠিকই ৩ উইকেট সংগ্রহ করে নিয়েছেন এই বোলার।

ধারভাষ্যকার কক্ষে পাকিস্তানের রমিজ রাজা দেখছিলেন রিশাদের বল। প্রশংসা ফুটে উঠল তার মুখে। বলে উঠলেন, ‘ভেরি স্পেশাল’।

বাংলাদেশ দলের জন্য জয়টা দরকার ছিল ভীষণভাবে। নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য। নিজেদের এগিয়ে নেওয়ার জন্য। বিশ্বকাপে স্বাভাবিকভাবেই কিছুটা চাপ থাকে। রিশাদ সেই চাপ উতরে গেছেন। প্রথম বিশ্বকাপের, প্রথম ম্যাচ- সেরকম মনে হয়নি দেখে।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে রিশাদ বলেন, 'আজকের পিচ ভালো, সেটিকে আমি কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করেছি।'

রিশাদের সামনে ছিল হ্যাটট্রিক করার সুযোগ। যখন ১৫তম ওভারে বল করছেন পরপর দুই ডেলিভারিতে তুলে নেন ২ উইকেট। হ্যাটট্রিক অবশ্য করতে পারেননি এই লেগি। তবে ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করে ম্যাচ সেরা হওয়ার কীর্তি ঠিকই গড়েছেন।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন