ওড়িশায় প্রথম মুসলিম নারী বিধায়ক হয়ে ইতিহাস গড়া কে এই সোফিয়া?
ভারতের ওড়িশায় প্রথম মুসলিম নারী বিধায়ক হয়ে ইতিহাস গড়লেন কংগ্রেসের প্রার্থী সোফিয়া ফিরদৌস। তিনি ওড়িশার বারাবতী-কটক কেন্দ্র থেকে বিজেপির পূর্ণচন্দ্র মহাপাত্রকে আট হাজার এক ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথম মুসলিম নারী বিধায়ক (এমএলএ) নির্বাচিত হয়েছেন।
টাইমস অফ ইন্ডিয়া বলছে, ৩২ বছর বয়সী সোফিয়ার জন্ম রাজনৈতিক পরিবারে। কংগ্রেসের বর্ষীয়ান নেতা মোহাম্মদ মকিমের মেয়ে তিনি। দুর্নীতের দায়ে মকিমকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। পরে বাবার জায়গায় স্থলাভিষিক্ত হয় মেয়ে।
১৯৩৭ সাল থেকে ওড়িশায় ১৪১ জন নারী এমপি হিসেবে নির্বাচিত হয়েছে, তবে কোন মুসলিম নারী বিধান সভার আসন থেকে নির্বাচিত হন নি। সেক্ষত্রে সোফিয়ায় প্রথম নারী বিধায়ক।
উচ্চশিক্ষিত সোফিয়া সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছেন কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকে । আর ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএমবি) থেকে এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজমেন্টে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি।
এছাড়া সফিয়া ২০২৩ সালের কনফেডারেশন্স অব রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (ক্রেডাই) ভুবনেশ্বর চ্যাপ্টারের সভাপতি নির্বাচিত হন। পাশাপাশি নারী শাখার পূর্ব জোনের সমন্বয়ক হিসেবেও কাজ করেছেন তিনি।
২০২৪ সালের ওড়িশা বিধানসভা নির্বাচনে বিজেপি ১৪৭টি আসনের মধ্যে ৭৮টি আসনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হন নবীন পট্টনায়েক। এতে অবসান ঘটে বিজু জনতা দলের (বিজিডি) ২৪ বছরের শাসনের।
এনএস/