ক্রিকেট

'বিপরীত দিকের দল ভারত হলে, এমন সিদ্ধান্ত দেওয়া কঠিন হতো'

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে গ্রুপ পর্বের ম্যাচে। এই জয়ের আলোচনার চেয়ে বড় করে দেখা দিয়েছে আরও ভিন্ন অনেক আলোচনা। যেখানে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বড় প্রশ্ন উঠেছে। বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয় যেমন কিছুটা হতাশা দেখালেন সংবাদ সম্মলনে, তা যে অমূলক নয়- সেটা অন্তত বোঝা যায় আরও অনেক বিশ্লেষণ থেকে। যেমন ক্রিকবাজে ক্রিকেট বিশ্লেষক সাইমন ডুল এ নিয়ে কথা বলেছেন।

নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ডুল। বর্তমানে ক্রিকেট নিয়ে বিশ্লেষন করেন, ধারাভাষ্য করেন। ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এর এক আলোচনায় মাহমুদউল্লাহ রিয়াদকে আউটের সিদ্ধান্ত দেওয়া ও লেগ বাই’ এ চার না হওয়া প্রসঙ্গে  ডুল বলেন, ‘আমি বলতে চাচ্ছি, যেভাবে এই পদ্ধতি কাজ করছে, সেখানে কিছু একটা পরিবর্তন অবশ্যই আনা দরকার। কারণ এটা খুব বিশ্রি একটা ভুল। একেবারেই বাজে সিদ্ধান্ত। কোনোভাবেই বলটা স্ট্যাম্পে আঘাত করতো না।‘

ডুল মনে করেন এটা একটা ফাইনাল ম্যাচ হলে এমন সিদ্ধান্ত দেওয়া কঠিন হতো। পাশাপাশি বিপরীত দিকের দল যদি হতো ভারত। তবে সেখানে যেকোনো সিদ্ধান্ত দিতে আরও ভাবতে হতো আম্পায়ারকে, ‘ধরুন, এটা কোনো এক ফাইনাল ম্যাচে হয়েছে। বলা যাক, বিপরীত দিকের দলটা ছিল ভারত। তাহলে আসলে ম্যাচের ভেতরে এমন সিদ্ধান্ত দেওয়া বেশ কঠিন হয়ে যেত।‘

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন