অপরাধ

মুঠোফোন ব্যবহারে বাবার মানা, স্কুলছাত্রীর আত্মহত্যা

রাজধানীর হাতিরঝিলের একটি বাসায় গলায় ফাঁস দিয়ে ফাতিমা আহমেদ সান (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী।

সোমবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় ফাতিমাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ফাতিমা জামালপুরের মাদারগঞ্জ থানার মোসলেমাবাদ গ্রামের ফারুক আহমেদের মেয়ে। পরিবারের সঙ্গে হাতিরঝিলের ওয়াপদা রোডের ওই বাসায় ভাড়া থাকত। দুই বোনের মধ্যে ফাতিমা ছোট।

ফাতিমার বাবা ফারুক আহমেদ বলেন, সোমবার সন্ধ্যায় মোবাইল নিয়ে বসে ছিল। তাকে পড়ার সময় মোবাইল ব্যবহার করতে নিষেধ করি। এই বলে আমি বাসার নিচে এটিএম বুথে টাকা ওঠাতে যাই। তার মাকে নিয়ে আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। তখন ফাতিমার মা ছাদে ছিল। বড় মেয়েটাও বাসার বাইরে ছিল।

তিনি বলেন, বাসায় কেউ না থাকায় কক্ষের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ফাতিমা। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন