ক্রিকেট

মাত্র ৩৪ বলে জিতে সুপার এইটে অস্ট্রেলিয়া

টানা ৩ ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত হয়ে গেল অস্ট্রেলিয়ার। নামিবিয়ার বিপক্ষে ম্যাচে মাত্র ৩৪ বলেই জয় তুলে নিয়েছে দলটি। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৭৩ টি রান। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭২ রানে অলআউট হয়ে যায় নামিবিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৫ ৪ ওভারে ম্যাচটি নিজেদের করে নেয় মিচেল মার্শের দল।

লক্ষ্যমাত্রা এতই অল্প যে, তা পেরোতে আলাদা কোনো শ্রম দিতে হয়নি অজিদের। খুব সহজেই ম্যাচটি জিতেছে তারা, মাত্র ৩৪ বল খেলেই। অ্যান্টিগুয়ার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ওপেনার ডেভিড ওয়ার্নারের ইনিংস মাত্র ৮ বল খেলেই শেষ হয়। যেখানে ৩ চার ও ১ ছক্কায় রান করেন ২০।

আরেক ওপেনার ট্রাভিস হেড ছিলেন অপরাজিত। তিনি ১৭ বলে ৩৪ রান করেন, যেখানে ছিল ৫ টি চারের মার এবং ২ টি ছক্কার মার। আর সাথে সঙ্গ দিয়ে ম্যাচটি শেষ করেন অধিনায়ক মার্শ। তার ব্যাটে আসে ৯ বলে ১৮ টি রান। আর এতেই জয় নিশ্চিত করে সুপার এইটের টিকিটও পেয়ে যায় অজিরা।

এর আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান বোলারদের সামনে একেবারেই সুবিধা করে উঠতে পারেনি নামিবিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ বলে ৩৬ টি রান করেন অধিনায়ক গারহার্ড এরাসমাস। ওপেনার মাইকেল ভ্যান লিনগেনের ব্যাটে আসে ১০ টি রান। আর বাকিরা সবাই এক ডিজিটে বিদায় নিয়েছেন।

এখানে অজি বোলারদের তোপ সামলানো বেশ জটিল হয়ে পড়েছিল নামিবিয়ার জন্য। অস্ট্রেলিয়ার বোলারদের পক্ষে অ্যাডাম জাম্পা সর্বোচ্চ ৪ উইকেট সংগ্রহ করেছেন। জশ হ্যাজেলউড ও মার্কাস স্টইনিস দুজনেই ২ টি করে উইকেট নিয়েছেন। প্যাট কামিন্স ও নাথান এলিস পেয়েছেন একটি করে উইকেট।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন