'নিউজিল্যান্ডের সঙ্গে খেলার এটাই ভালো সময়'
টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশ অনেকদিন হয়ে গেল। নিউজিল্যান্ড ম্যাচ খেলেছে কেবল একটি। সেই এক ম্যাচেও হারের স্বাদ পেতে হয়েছে আফগানিস্তানের বিপক্ষে। আফগানদের সাথে হেরে সুপার এইট নিয়ে কিছুটা চিন্তিত থাকার কথা কিউইদের। আগামীকাল (১২ জুন) বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। তার আগে এক ম্যাচ জেতে উইন্ডিজরা আছে আত্মবিশ্বাসী।
উইন্ডিজরা নিজেদের ছন্দ প্রমাণ করে যাচ্ছে বেশ কিছু ম্যাচ দিয়ে। তা বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের সিরিজ জয়ের দিকে তাকালেও দেখা যায়। আর এদিকে বেশ বাজেভাবেই হারতে হয়েছে কিউইদের। এমন কিউইদের পেয়ে উইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল বলছেন,
'যদি নিউজিল্যান্ডের সাথে খেলার কোনো ভালো সময় থাকে, তবে সেটা এখন।'
তিনি আরও বলেন, 'চাপটা তাদের উপরই আছে। কারণ এই ম্যাচ নির্ধারণ করবে তারা কোনদিকে যাবে, হ্যাঁ অথবা না! কিন্তু এই বলে এই না যে আমরা নিউজিল্যান্ডের উপর নজর দিচ্ছি। আমরা নিজেদের দিকেই নজর দিচ্ছি, আমাদের যা করার দরকার তার উপর। যখন আপনি, আপনার যা করা উচিত তা করতে পারবেন- তখন সেটাই তার যত্ন নেবে।'
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাটিতে হওয়া বিশ্বকাপ নিয়ে এবার বড় আশা করছে ওয়েস্ট ইন্ডিজ। সেই আশার পারদ আরও বাড়ছে প্রতিনিয়ত। দলটি যে ধরনের ছন্দে আছে, তাতে দুই বারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা এবার ভালো কিছু করার স্বপ্নই দেখছে।
এম/এইচ