ক্রিকেট

অলরাউন্ডারের শীর্ষস্থান থেকে পাঁচে নামলেন সাকিব

বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান এখন অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ৫ নম্বরে অবস্থান করছেন। শীর্ষস্থান থেকে পাঁচে যাওয়ার এই ঘটনা সবশেষ হালনাগাগকৃত আইসিসি র‍্যাংকিং থেকে পাওয়া। সেখানে তার রেটিং পয়েন্ট বলছে ২১৬। আর তালিকায় সবার উপরে উঠেছেন মোহাম্মদ নবী। তার রেটিং দাঁড়িয়েছে ২৩১ এ।

বিশ্বকাপে এখন পর্যন্ত দুইটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার প্রথমটিতে জয়, দ্বিতীয়টিতে পরাজয়ের স্বাদ পেয়েছে তারা। আর দুই ম্যাচের একটিতেও সাকিব দেখাতে পারেননি তার কোনো অলরাউন্ডিং নৈপুণ্য। ব্যাটিং বা বোলিং; কোথাও থেকেই সুবিধা করতে পারেননি তিনি।

দুই ম্যাচ মিলে ৪ ওভার বল করেছিলেন উইকেট-বিহীন, আর ব্যাট হাতে করেছেন মাত্র ১১ টি রান। এই পারফরম্যান্স নিশ্চিতভাবেই তার র‍্যাংকিংয়ে প্রভাব পড়েছে। স্বাভাবিকভাবেই হালনাগাদকৃত যে র‍্যাংক করেছে আইসিসি, সেখানে পতন হয়েছে সাকিবের।

শীর্ষে উঠেছেন আফগান তারকা নবী। আর দুই নম্বর জায়গাটি দখল করেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টইনিস, তার রেটিং দাঁড়িয়েছে ২২৫ এ। দুইয়ে থাকা শ্রীলঙ্কা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা নেমে গেছেন তিনে। আর চার নম্বরে নিজের জায়গাতেই আছেন জিম্বাবুয়ে অলরাউন্ডার সিকান্দার রাজা।

শুধু অলরাউন্ডার হিসেবে সাকিবের পতন ঘটেছে তাই নয়। ব্যাটিংয়েও পিছিয়ে গেছেন তিনি। পাঁচ ধাপ পিছিয়ে তিনি এখন ৮৪তম অবস্থানে। আর বোলিংয়ের অবনতি দেখাচ্ছে ৬ ধাপ পিছিয়ে তিনি ৩৬ নম্বরে অবস্থান করছেন এই অলরাউন্ডার।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন