জাতীয়

টিকিট কালোবাজারি নিয়ে যা জানালো র‌্যাব

কোরবানি ঈদের মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে মাঠে কঠোর অবস্থানে রয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে। এ বছরের পর কালোবাজারি আর থাকবে না। জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

কমান্ডার আরাফাত ইসলাম বলেন, শুধু রেল নয়, নৌপথ ও সড়কপথেও মাঠে থাকবে বাহিনীর সদস্যরা। যাত্রীদের কেউ হয়রানির শিকার হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, অজ্ঞান পার্টি ও মলম পার্টির সদস্যদের ওপরেও র‍্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে। এজন্য যাত্রীদেরও সর্তক থাকতে হবে।

টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন