দেশজুড়ে

৮ দিন বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর‌দিয়ে আট দিন সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বুধবার (১২ জুন) বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ সিঅ্যান্ডএফ এজেন্টের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, ঈদুল আজহা উপলক্ষে ১৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত ছয় দিন এবং বন্ধের পূর্বে ১৪ জুন ও পরে ২১ জুন (শুক্রবার) সাপ্তাহিক ছুটি থাকায় মোট আট দিন বুড়িমারী স্থলবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন।

বুড়িমারী শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার নাজমুল হাসান বলেন, ‘স্থলবন্দরের ব্যবসায়ীদের সিদ্ধান্তে এ স্থল শুল্ক স্টেশন সাপ্তাহিক ছুটিসহ আট দিন বন্ধের বিষয়ে চিঠি পেয়েছি। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকে।’

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ বলেন, ‘ছুটি শেষে ২২ জুন থেকে যথারীতি সব কার্যক্রম পরিচালিত হবে।’

এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপপরিদর্শক আহসান হাবীব সরকার পলাশ বলেন, ‘ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।’

টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন