আর্কাইভ থেকে বাংলাদেশ

সারদেশে ডেঙ্গু আক্রান্ত আরও ১৩১ জন হাসপাতালে

সবশেষ হিসেব অনুযায়ী এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ সময়ে দেশে গেলো ২৪ ঘন্টায় ১৩১ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে বাকি ২২জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

আজ শনিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, শুক্রবার (২৬ আগস্ট) ৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৫৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ হাজার ৩১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৪ হাজার ৭১১জন। সবশেষ হিসাব অনুযায়ী এ বছর ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এরমধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

মেঘ

এ সম্পর্কিত আরও পড়ুন