২৪ ঘণ্টায় ৩ কোটি টাকার বেশি টোল আদায় করেছে বঙ্গবন্ধু সেতু
ঈদুল আজহার আর বাকি আছে ২ দিন। ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। দেশের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু একটি প্রধান মাধ্যম। গত ১৪ ঘণ্টায় এই সেতুর টোল আদায় করা হয়েছে ৩ কোটিরও বেশি। সড়কে পরিবহনের সংখ্যা বাড়ায় স্বাভাবিকভাবেই টোল বেড়ে গেছে।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বুধবার (১২ জুন) রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার (১৩ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪০ হাজার ৯০৬টি পরিবহন যাতায়াত করেছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে মোট ৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা।
কর্তৃপক্ষ সূত্রে আরও জানা যায়, এইসব পরিবহনের মধ্যে যাত্রী বাসের সংখ্যা ছিল ৮ হাজার ৮৪৬ টি, ট্রাক ১২ হাজার ১৮০ টি, ছোট-বড় পরিবহন মিলে ১৪ হাজার ৮১ টি এবং মোটরসাইকেল পার হয়েছে ৫ হাজার ৭৯৭ টি।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈদে কর্মস্থল ছুটি হওয়ার কারণে মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে টোল আদায় বাড়ছে সেতুতে।
এম/এইচ