আর্কাইভ থেকে ক্রিকেট

আফগান ঝড়ে ১০৫ রানেই গুটিয়ে গেলো লঙ্কানরা

এশিয়ার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাট হাতে আফগান ঝড়ে ১০৫ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। তখন ২ বল বাকি।

দলের ওপেনার বোলার ফজল হক ফারুকী প্রথম ওভারেই দুই উইকেট নেন। দ্বিতীয় ওভারে এসে নাভিন-উল হক আগাত হানেন শ্রীলঙ্কার শিবিরে। পতন হয় তৃতীয় উইকেটের। অষ্টম ওভারে মুজিব-উর রহমানের বলে ক্যাচ আউট হন দানুশকা গুনাথিলাকা। মুজিব-উর রহমানের একই ওভারের শেষ বলে ওয়ানিন্দু হাসরাঙ্গা মাঠ ছাড়েন। মোহাম্মদ নবীর বলে সাজ ঘরে ফিরেন দাসুন শানাকা। ভানুকা রাজাপাকসে রান আউট হন নীবর বলেই। মহেশ থেকশানা রান আউট হলে অষ্টম উইকেটের পতন হয় লঙ্কান শিবিরের। মাথিশা পাথিরানা মোহাম্মদ নবীর বলে আউট হলে নবম উইকেট হারায় লঙ্কানরা।

চামিকা করুণারত্নের বিদায়ের মধ্য দিয়ে সব উইকেটের পতন ঘটে লঙ্কার শিবিরের। দলের সংগ্রহ দাঁড়ায় ১০৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন ভানুকা রাজাপাকসে।

ফজল হক ফারুকী ৩টি এবং ২টি করে উইকেট পান মুজিব-উর রহমান ও মোহাম্মদ নবী।

আজ শনিবার (২৭ আগস্ট) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ শুরু হয়।

জয় দিয়ে এবারের এশিয়া কাপের মিশন শুরু করতে চায় ‘বি’ গ্রুপে থাকা শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এ গ্রুপের তৃতীয় দল বাংলাদেশ।   

শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচটি আফগানিস্তানের জন্য স্মরণীয় হতে যাচ্ছে। কেননা শততম টি-টোয়েন্টি খেলতে নামবে আফগানরা।

চার বছর পর অনুষ্ঠিত হয়েছে এশিয়া কাপ। করোনাভাইরাসের কারণে ২০২০ ও ২০২১ সালে অনুষ্ঠিত হয়নি এশিয়া কাপ। অবশেষে এ বছর শুরু হয়ে এশিয়া কাপ। এবারের আসরটি হবার কথা ছিলো শ্রীলঙ্কার মাটিতে। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারনে সংযুক্ত আরব আমিরাতে বসছে এশিয়া কাপ। তবে এশিয়া কাপের আয়োজক থাকছে শ্রীলঙ্কাই।

এবারের এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে, এমন পরিকল্পনা করেছে এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এর আগে ২০১৬ সালে বাংলাদেশের মাটিতে হওয়া আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছিলো।

শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেট-রক্ষক), চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থেকশানা, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা।

আফগানিস্তান একাদশ: হযরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, করিম জানাত, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, নাভিন-উল হক, মুজিব-উর রহমান, ফজল হক ফারুকী।

এ সম্পর্কিত আরও পড়ুন