শেষ মুহূর্তের গোলে জয় দিয়ে ইউরো শুরু পর্তুগালের
ষষ্ঠ ইউরো খেলতে নেমেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ এই মহাতারকার অভিযান শুরু হলো জয় দিয়েই। শেষ মুহূর্তের গোলে চেকিয়ার বিপক্ষে জয় দিয়ে ইউরো শুরু করেছে পর্তুগাল।
তবে এই জয়ে খুব একটা আত্মতৃপ্তি পাওয়ার কথা নয় পর্তুগালের। এবারের ইউরোতে অন্যতম ফেভারিট পর্তুগাল লাইপজিগে প্রথমে পিছিয়ে পরে। ৬২ মিনিটে লুকাস প্রোভডের দারুণ এক শটে পর্তুগালকে স্তব্ধ করে দেয়।
তবে চেকিয়ার উছ্বাস অবশ্য খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট সাতেক পরেই পর্তুগালের নুনো মেন্ডেসের করা হেড ঝাপিয়ে পড়ে ঠেকান চেকিয়ার গোলরক্ষক জিন্দ্রিচ স্টানেক। তবে ফিরতি বল সামনে থাকা ডিফেন্ডার রবিন হ্রানাচের পায়ে লেগে চলে যায় জালে।
নির্ধারিত ৯০ মিনিটের শেষ দিকে দিয়েগো জোতার চেকের জালে বল পাঠালেও রোনালদো অফসাইড থাকায় বাতিল হয়ে যায় সেই গোল। তারপর যোগ হওয়া সময়ে কনসেইসাওয়ের সেই গোল।