দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে প্রাণ হারালো ৯

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নয়জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ জুন) সকালে পাহাড় ধসের এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

নিহতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট মোহাম্মদ হারেস (২), ক্যাম্প-১ ওয়েস্ট এর পুটনী (৩৪),ক্যাম্প-১০ ব্লক এফ/১০ এর মোহাম্মদ কালাম, সেলিনা খাতুন, আবু মেহের, জয়নব বিবি, ক্যাম্প -৯,ব্লক বি/১৪ এর মো. হোসেন আহমেদ ও তার স্ত্রী আনোয়ারা বেগম এবং স্থানীয় বাঙালি থাইংখালি' উচ্চ বিদ্যালয়ের ৬ ষ্ট শ্রেণীর ছাত্র আব্দুল করিম।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

তিনি জানান, প্রাথমিকভাবে দুর্ঘটনায় মারা যাওয়াদের নাম পরিচয় জানা যায়নি। তবে ৯ জনের মধ্যে চার বছরের এক শিশু, ১২ বছরের এক কিশোর ও কয়েকজন নারী রয়েছেন। ঘটনার পরপরই পাহাড়ে বসবাসরত সব মানুষদের নিরাপদস্থানে সরিয়ে আনা হচ্ছে, মাইকিং করে করা হচ্ছে সচেতন।

কক্সবাজার ফায়ারসার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক অতীশ চাকমা জানান, রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে নিহতদের মরদেহ সকালে উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্যে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন