দেশজুড়ে

ফুর্তির টাকার জন্য বন্ধুর গলা কেটে অটোরিকশা ছিনতাই

ঈদে আনন্দের জন্য ফুর্তির টাকা জোগাড় করতে বন্ধুর গলাকেটে অটোরিকশা ছিনতাই করেছে বন্ধুরা। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ভুক্তভোগী অটোরিকশা চালক শাওন (২০)।

গেলো বুধবার (১২ জুন) রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের স্বপ্নধারা মডেল টাউনে ঘটনাটি ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

পুলিশ জানায়, ঘটনার দিন রাতে ৯৯৯ নাইনে ফোন পেয়ে  গলাকাটা অবস্থায় একজনের নিথর দেহ উদ্ধার করে তাঁরা। দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর পরে চিকিৎসক জানান, ওই কিশোর তখনও বেঁচে আছে। তবে তার অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় ভুক্তভোগী শাওনের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন

মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে ভুক্তভোগী শাওনের অটোরিকশা ছিনিয়ে নিতে গিয়ে দুর্বৃত্তরা তাকে জবাই করে মৃত ভেবে পালিয়ে গেছে। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ একে একে চারজনকে গ্রেপ্তার করেছে।

মো. আসাদুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন তাঁরা 'হ্যাঁচকা গ্রুপ’ নামে একটি কিশোর গ্যাং এর সদস্য। তাদের লিডার শাকিল ওরফে হ্যাচকা শাকিল। ভুক্তভোগী শাওন তাদেরই বন্ধু। ঈদের সময় আনন্দ ফুর্তির জন্য তাদের দরকার ছিল টাকা। চার বন্ধু মিলে শাওনের অটোরিকশাটি ছিনতাইয়ের পরিকল্পনা করে। রাতে শাওনের অটোরিকশাটি ভাড়া করে তারা ঘুরতে যায় স্বপ্নধারা মডেল টাউনে। নির্জন এলাকায় নিয়ে চার জন মিলে শাওনকে জবাই করে। মারা গেছে ভেবে তার দেহ ফেলে রেখে তাঁরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো, হ্যাঁচকা গ্রুপের প্রধান শাকিল আহমেদ ওরফে হ্যাঁচকা শাকিল (২০), সজীব মিয়া (২১), আলমগীর হোসেন (২০) ও আনন্দ (২০)।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন