দেশজুড়ে

টেকনাফে পানিবন্দী ৫০ হাজার মানুষ

কক্সবাজারের টেকনাফে ভারী বর্ষণে এ পর্যন্ত প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে  উপজেলার  ১০ হাজার পরিবারের ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে ডুবে আছে টেকনাফ কলেজসহ অনেক শিক্ষা-প্রতিষ্ঠান।

বুধবার (১৯ জুন) সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলায় ৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে বায়ান্ন টিভিকে জানিয়েছেন টেকনাফ আবহাওয়া অফিসের ইনচার্জ সাইফুল ইসলাম।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আট গ্রাম, হ্নীলা ইউনিয়নের ১২ গ্রাম, টেকনাফ পৌরসভার সাত গ্রাম, টেকনাফ সদর ইউনিয়নের ছয় গ্রাম, সাবরাং ইউনিয়নের সাত গ্রাম, বাহারছড়া ইউনিয়নের ১০ গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান  জানান, পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কিছু ঘরবাড়িসহ চলাচলের রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া এসব এলাকায় মাছের ঘেরসহ লবণের ক্ষয়ক্ষতি হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী পরিচালক আব্দুল হান্নান  জানান, গেলো ১৮ জুন রাত ৯টার পর থেকে কক্সবাজারে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়।  মঙ্গলবার দুপুর ১২টা থেকে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আদনান চৌধুরী বলেন, টানা বৃষ্টিতে স্থানীয়দের ঘর-বাড়ি পানিতে তলিয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার দেয়া হচ্ছে। তাছাড়া বৃষ্টি অব্যাহত থাকায় সবাইকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।

উল্লেখ্য,  টানা বৃষ্টিতে ভূমিধস হওয়ায় আজ সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ১০ জন নিহত হয়েছেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন