আন্তর্জাতিক

রাশিয়া-উ.কোরিয়ার চুক্তি সই, হামলা হলে যৌথভাবে মোকাবিলা

উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার একটি ঐতিহাসিক চুক্তি সই হয়েছে।  সই হওয়া চুক্তির একটি ধারায় বলা হয়েছে, হামলার শিকা্র হলে মস্কো ও পিয়ংইয়ং একে অপরের পাশে থাকবে।

ব্রিটিশ গণমা্ধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৯ জুন) উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে কয়েক ঘণ্টা আলোচনার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ এই  ‘কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’ সই করেন। এই চুক্তির অন্যতম একটি ধরায় বলা হয়েছে-বহিঃশত্রুর দ্বারা যেকোনো একটি দেশ আক্রমণের শিকার হলে একে অপরের সাহায্যে এগিয়ে আসবে।  নয় মাসের মধ্যে উত্তর কোরিয় নেতার সঙ্গে দ্বিতীয়বার বৈঠক করলেন রুশ প্রেসিডেন্ট।

বৈঠক ও চুক্তির পর যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই নেতা।  উত্তর কোরিয় নেতা কিম জং উন সংবাদ সম্মেলনে বলেন, মস্কোর সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে রাজনীতি, অর্থনীতি ও প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা জোরদার হবে। এটি সম্পূর্ণ শান্তিকামী ও প্রতিরক্ষামূলক চুক্তি।

অপরদিকে, রুশ প্রেসিডেন্ট বলেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে চুক্তি আমাদের উভয়কে আগ্রাসন থেকে রক্ষা করবে। এছাড়া রাজনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক এবং নিরাপত্তা চুক্তি হয়েছে। ’

প্রসঙ্গত, দীর্ঘ দুই যুগ পর বুধবার(১৯ জুন) উত্তর কোরিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  দুই নেতার বৈঠকের শুরুতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অভিযানের পূর্ণ সমর্থন এবং রাশিয়ার সব নীতিতে নিঃশর্ত সমর্থন প্রকাশ করেন।  এ সময় রুশ প্রেসিডেন্টও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে তা্র দেশ যুদ্ধ করছে। ’

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন