শঙ্কায় ব্রান্ডন কিংয়ের বিশ্বকাপ
ব্রান্ডন কিংয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকা নিয়ে কিছুটা শঙ্কা দেখা গেছে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাইড স্ট্রেইনের চোটে পড়েছেন এই টপ অর্ডার ব্যাটার। ম্যাচটিও ৮ উইকেটে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
উইন্ডিজদের হয়ে ব্যাট হাতে বেশ ভালো শুরু এনে দেন কিং। ১২ বলে ২৩ রানের ইনিংস খেলেন। রিস টপলির ডেলিভারিতে ১০১ মিটার ছক্কায় বল পরিবর্তনের প্রয়োজনও দেখা দেয়। যখন ১৩ নম্বর বল খেলতে যান এই ব্যাটার, স্যাম কারানের সেই ডেলিভারি এগিয়ে এসে খেলতে বেকায়দায় পড়েন। এরপর রিটায়ার হার্ট হয়ে মাঠের বাইরে যেতে হয় তাকে।
দ্বিতীয় ইনিংসে আর ফিল্ডিং করতে নামেননি কিং। তার বদলে শিমরন হেটমায়ার বদলি ফিল্ডার হিসেবে নামেন। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) থেকে দেওয়া বিবৃতি বলে, ‘ব্রান্ডন কিং সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন এবং ফিল্ডিং করতে নামছেন না রাতেই এই ম্যাচে।‘
উইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল বলেন, ‘হ্যাঁ, একটু চিন্তার জায়গা তৈরি হয়েছে। তবে পরের ম্যাচে সে খেলবে বলে আশা করা যাচ্ছে।‘
ওয়েস্ট ইন্ডিজের ৫ জন খেলোয়াড় আছেন বিশ্বকাপে স্ট্যান্ডবাই হিসেবে। আন্দ্রে ফ্লেচার, কাইল মায়ার্স, ফাবিয়ান অ্যালেন, হাইডেন ওয়ালশ জুনিয়র এবং ম্যাথু ফোর্ড। মায়ার্স বা ফ্লেচারকে বিবেচনা করা হতে পারে, যদি কিং খুব জরুরি অবস্থায় পড়ে যান।
এম/এইচ