ক্রিকেট

বাংলাদেশি পেসারদের নিয়ে অন্যরকম আশা মার্শের

বাংলাদেশের পেস-আক্রমণ কিছুটা প্রতিপক্ষের জন্য চিন্তার কারণ হয় কি? এই প্রশ্ন এখন উঠতেই পারে। সুপার এইটের লড়াইয়ে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ান অধিনায়ককেও এই প্রশ্নের জবাব দিতে হয়েছে। যদিও মার্শ বিশ্বাস করে বসে আছেন অন্যকিছু। প্রতিপক্ষ পেসাররা তাদের বিপক্ষে চ্যালেঞ্জ করবে না বলেই মনে করছেন তিনি।

বাংলাদেশের পক্ষে বোলারদের সাফল্য সবচেয়ে বেশি। গ্রুপ পর্বের পরিসংখ্যান অন্তত তাই বলে। মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিবরা দারুণভাবে প্রতিপক্ষের ভিত নাড়িয়েছেন। মোস্তাফিজকে এখানে আলাদাভাবে ‘ক্রেডিট’ দিতে হয়।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে মার্শ বলেন, 'দেখুন, তাদের অভিজ্ঞতা আছে অনেক। কয়েকজন তরুণ আছে, সবমিলিয়ে তারা ভালো দল। সুপার এইটে আসার তো কিছু কারণ আছে। এর ফলে আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।'

টপ অর্ডারকে চ্যালেঞ্জ জানাবেন বাংলাদেশি পেসাররা? এই প্রশ্নের জবাবে হাসি দিয়ে মার্শ জবাব দেন, 'আশা করছি, এমন হবে না।'

বাংলাদেশ দলের শক্তির জায়গা বোলিং বিভাগ। তা পুরোপুরি পরিষ্কার। এই শক্তির জায়গা কাজে লাগিয়ে অজিদের বিপক্ষে দারুণ কিছু করে উঠতে পারবে কি না তারা সেটাই এখন দেখার বিষয়।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন