আর্কাইভ থেকে এশিয়া

মিয়ানমারে গুলিতে নিহত আরও দুই, আজ আবারও বিক্ষোভের ডাক

মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী পুলিশের গুলিতে নিহত হয়েছে আরও দুইজন। আহত হয়েছে কয়েকজন। রোববার মনিওয়া শহরে একজন ও মান্দালয়ে আরও একজন নিহত হয়। হামলার প্রতিবাদে আজ আবারও সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, আজও ভোরে ইয়াঙ্গুন ও মান্দালয়ে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের ডাক দেয় আন্দোলনকারীরা। এক চিকিৎসক জানান, মনিওয়া শহরে আহতদের রক্ত দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আহ্বান জানানো হয়। এ নিয়ে দেশটিতে বিক্ষোভে নিহত হয়েছে অন্তত আড়াই শ’ জন। 

এদিকে, রোববার তাইওয়ানের রাজধানী তাইপেতে বিক্ষোভ করেছে সেখানে বসবাসকারী মিয়ানমারের নাগরিকরা। এ সময় চীনের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানে মদদ দেওয়ার অভিযোগ আনে তারা।

অন্যদিকে, ভারতে আশ্রয় নিতে মিজোরাম সীমান্তে ভিড় করেছে মিয়ানমারের শরণার্থীরা। তাদের প্রবেশ বন্ধ করে দ্রুত ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারতে তাদের আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন