জাতীয়

‘সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে আলোচনা হয়েছে’

চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারে ভারত আগ্রহ প্রকাশ করেছে। আর সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতেও আলোচনা হয়েছে দুই প্রধানমন্ত্রীর মধ্যে। বললেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২২ জুন) ভারতের হায়দরাবাদ হাউজে দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে  এদিন ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এসব সমঝোতা স্মারকের মধ্যে সাতটি নতুন ও তিনটি নবায়ন করা হয়েছে।

দুদিনের সফর শেষে সন্ধ্যায় দেশের উদ্দেশ্য রওনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন