ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের অল্প সংগ্রহ

সুপার এইটের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অল্প সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করেছে আফগানরা। রশিদ খানদের ব্যাট শেষ হতে না হতেই সেন্ট ভিনসেন্টে বৃষ্টি নেমেছে। আম্পায়াররা ডেকে পাঠিয়েছেন কাভার।

মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশ সময় ভোরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিলো আফগানিস্তান। ওপেনিং জুটিতেই সংগ্রহ করে ৫৯ রান। ২৯ বলে ১৮ রান করা ইব্রাহিম জাদরানকে রিশাদ হোসেন ফিরিয়ে দিলে ভেঙ্গে যায় জুটি। এরপর তিনে খেলতে নামা আজমতউল্লাহ ওমরজাইকে ১০ রানে ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান।

দলীয় ৮৮ রানে ৫৫ বলে ৪৩ করা রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে দেন রিশাদ। ওই ওভারেই ফিরে যান গুলবদিন নাইব। পরের ওভারে তাসকিনের শিকার হন মোহাম্মদ নবী।

শেষ দিকে করিম জানাতের ৭ ও রশিদ খানের ৩ ছক্কায় ১৯ রানের সুবাদে ১১৫ রানের সংগ্রহ পায় দলটি।

 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন