ক্রিকেট

সেমি শেষ, এখন জেতার আশায় বাংলাদেশ

বাংলাদেশের সামনে নানা রকম সমীকরণ ছিল সেমিফাইনাল নিশ্চিত করতে। আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমে যখন ১১৬ রানের লক্ষ্যমাত্রা ভেদ করতে হচ্ছে, তখন ১২.১ ওভারে পেরোতে হতো এই সংগ্রহ। তবেই নিশ্চিত হতো টাইগারদের জন্য সেমি। কিন্তু তা তো হলো না। এখন বৃষ্টির কারণে ১৯ ওভারে ১১৪ রানের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে।

বাংলাদেশি ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম শুরু করেন লক্ষ্য তাড়া করতে। শুরু থেকেই একটা মারমুখী ভঙ্গি চোখে পড়ে। কিন্তু রানের খাতা খোলার আগেই বিদায় নেন তানজিদ হাসান। একপাশ আগলে পড়ে থাকেন লিটন।

নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান কেউই সঙ্গ দিতে পারলেন না লিটনকে। সৌম্য সরকারও ফিরলেন ১০ বলে ১০ রান করে, রশিদ খানের দারুণ এক ডেলিভারিতে। ততক্ষণে দুইবার বৃষ্টি হানা দিয়েছে খেলায়। তাওহীদ হৃদয়ের ব্যাটে দুইটি বাউন্ডারি আসে। বড় শট খেলতে গিয়ে এই ব্যাটারও ফিরে যান।

মাঠে কেবল তখনো ছিলেন লিটন। আর অন্যপাশে মাহমুদউল্লাহ ও রিশাদ হোসেনকে পরপর দুই বলে ফিরিয়েছেন রশিদ। শেষ খবর পাওয়া পর্যন্ত, লিটনের সাথে ব্যাট করছেন তানজিম সাকিব।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন