টেকনাফে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
কক্সবাজারের টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় রোহিঙ্গাসহ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার (২৬ জুন) উপজেলার মহেশখালীয়া পাড়া নৌঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকা থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (২৭জুন) র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী এসব বিষয়ে নিশ্চিত করেছেন।
আটকরা হলো, বালুখালী ক্যাম্প-০৯, ব্লক-এইচ/২৪, এর মৃত সুলতান আহমেদ এর ছেলে মো. অছি উল্লাহ(৩৭) ও সাবরাং ইউনিয়নের ডেগিলার বিল এলাকার মো. হাকিম আলীর ছেলে মোঃ ছব্বির আহম্মদ(৩৯)।
মোঃ আবু সালাম চৌধুরী বলেন, মহেশখালিয়াপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় কতিপয় ব্যক্তি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করে। পরে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে তারা পালানোর চেষ্টা করলে র্যাব তাদের আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত আলামতসহ মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।