এক ঘণ্টায় সাড়ে ৪৮ কোটি টাকা জিতলেন জুয়াড়ি, অতপর...
ক্যাসিনোতে এক জুয়াড়ি জুয়া খেলতেন নিয়মিত। প্রতিনিয়ত বাজি ধরার বদ অভ্যাস গড়ে তুলেছেন। বেশিরভাগ সময়ই হারতেন। এভাবে চলতে চলতে একদিন বাজিতে মাত্র এক ঘণ্টায় জিতে যান সাড়ে ৪৮ কোটি টাকা। আর বিপুল পরিমাণ টাকা জেতার আনন্দে নাচানাচির এক পর্যায়ে হার্ট অ্যাটাক করে হাসপাতালে যেতে হয়েছে তাকে। পরে অবশ্য ধীরে ধীরে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ওই জুয়াড়ি।
সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস ক্যাসিনোতে এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। তবে জ্যাকপট জেতা ওই জুয়াড়ির নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি সানের বরাতে বৃহস্পতিবার (২৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমন খবর প্রকাশ করেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ২২ জুন ওই জুয়াড়ি সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস ক্যাসিনোতে ৩২ লাখ পাউন্ড স্টার্লিং জ্যাকপট জিতেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪৭ কোটি ৫৮৫ লাখ টাকা ( এক পাউন্ড স্টার্লিং=১৪৭ টাকা ধরা হয়েছে)। লটারিতে বিপুল পরিমাণ এই টাকা জেতার আনন্দে তিনি আত্মহারা হয়ে পড়েন। ক্যাসিনোর ভেতরে নাচতে শুরু করেন তিনি। নাচানাচির একপর্যায়ে কিছুক্ষণের মধ্যে মাটিতে লুটে পড়েন তিনি। এসময় ক্যাসিনোর কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখান চিকিৎসা সেবা নেওয়ায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন ওই জুয়াড়ি।
এমআর//