দেশজুড়ে

আয়া করালেন প্রসূতির প্রসব, নবজাতকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় কেয়ার মডেল হাসপাতালে সনাতন পদ্ধতিতে প্রসব করাতে গিয়ে আয়ার হাতে নবজাতক মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই হাসপাতালের আয়া ও নার্সকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে কলাপাড়া উপজেলার মহিপুর কেয়ার মডেল হাসপাতালে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন  মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার।

ভুক্তভোগীর স্বজনরা জানান,প্রসূতি শারমিন বেগমের (৩৩)  প্রসব বেদনা উঠলে ভোর ৬টায় ওই হাসপাতালে ভর্তি করানো হয়। তবে সে সময় কোনো চিকিৎসক ও নার্স ছিলেন না। পারভীন নামের এক আয়া তাকে অপারেশন থিয়েটারে নিয়ে সনাতন পদ্ধতিতে প্রসবের প্রচেষ্টা চালান। কিছু সময় পর নবজাতক মৃত্যুর কোলে ঢলে পড়ে। চিকিৎসক এসে নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে নবজাতকের মৃত্যুতে স্বজনেরা ক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত আয়া পরভীন এবং নার্স মানসুরাকে থানায় নিয়ে যায়।

তদন্তের পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন