আন্তর্জাতিক

লাদাখের নদীতে প্রাণ হারালো ৫ ভারতীয় সেনা সদস্য

ভারতের লাদাখের লেহতে ট্যাংক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন।

শনিবার (২৯ জুন) ভোররাতে লেহর দৌলতবেগ ওলদি এলাকার লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) কাছে একটি নদী পার হওয়ার মহড়ার সময় এ দুর্ঘটনার শিকার হন তারা।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর অবিলম্বে উদ্ধার অভিযান শুরু করা হয় এবং পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত পাঁচজনের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসারও (জেসিও) রয়েছেন বলে জানা গেছে।

সরকারি সূত্রে জানা যায়, সৈন্যরা একটি প্রশিক্ষণ মিশনে ছিল এবং তারা টি-৭২ ট্যাংকে লেহ থেকে ১৪৮ কিলোমিটার দূরে মন্দির মোড়ের কাছে বোধি নদী অতিক্রম করছিল। এ সময় হঠাৎ পানির স্তর বাড়তে শুরু করে। শীঘ্রই ট্যাংক এবং সৈন্যরা নদীতে তলিয়ে যায়।

এদিকে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, লাদাখে একটি নদী পার হওয়ার সময় দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আমাদের পাঁচ সাহসী ভারতীয় সেনা সদস্যের প্রাণ হারানোর জন্য গভীরভাবে দুঃখিত। আমরা আমাদের বীর সেনাদের সেবা কখনই ভুলব না। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই দুঃসময়ে জাতি তাদের পাশে রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন