ক্যাম্পাস

গিনেস রেকর্ডে নাম লেখালেন ঢাবি শিক্ষার্থী অংকন

এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেধাবী শিক্ষার্থী রাগীব শাহরিয়ার অংকন।

চলতি বছরের ২০ ফেব্রুয়ারি গিনেস বুক অব ওয়ার্ল্ড ওয়েবসাইটে তার নাম অন্তর্ভুক্ত হয়। মঙ্গলবার (২ জুলাই) অংকন অফিসিয়ালি সার্টিফিকেট হাতে পেয়েছেন।

রাগীব শাহরিয়ার অংকন এক মিনিটে সর্বোচ্চ ২২০ বার ফুটবলে ট্যাপ করায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ তাকে সার্টিফিকেট দেন। ‘The Most Football (Soccer) Toe Taps in one minute’ ক্যাটাগরিতে আগের রেকর্ড ছিল এক মিনিটে ২১২ বার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র অংকনের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলসিটি পৌর শহরে।  তিনি নলছিটি প্রেস ক্লাব সভাপতি মো. এনায়েত করিমের ছেলে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠায় বেশ আনন্দিত অংকন। নিজের অনভূতি জানিয়ে গণমাধ্যমকে অংকন বলেন, ‘এ রেকর্ড গড়তে পারায় আমি খুব খুশি। এজন্য আমি দীর্ঘদিন অনুশীলন করেছি। দৃঢ় প্রচেষ্টা ও অনুশীলনে যেকোন অসম্ভব কাজকেও সম্ভব করা যায়।’

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন