আর্কাইভ থেকে বাংলাদেশ

আলোচনার মাধ্যমেই তিস্তা ইস্যু সমাধান হবে: প্রধানমন্ত্রী

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমি (শেখ হাসিনা) ফলপ্রসূ আলোচনার আরেকটি দফা শেষ করেছি। এই আলোচনার ফলাফল উভয় দেশের জনগণের জন্য সুবিধা বয়ে আনবে। আমরা ঘনিষ্ঠ বন্ধুত্ব ও সহযোগিতার মনোভাব নিয়ে বৈঠক করেছি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এ মন্তব্য করেন তিনি। 

শেখ হাসিনা বলেন, ‘আমি মোদীজির দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করি। এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতি প্রদান করে চলেছে। ভারত হলো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নিকটতম প্রতিবেশি। ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিবেশি কূটনীতির রোল মডেল হিসাবে পরিচিত।’

প্রধানমন্ত্রী আরও বলেন, দুই দেশ অনেক বড় বড় সমস্যার সমাধান করেছে এবং আমরা আশা করি যে- তিস্তার পানি বণ্টন চুক্তিসহ অন্য সকল অমীমাংসিত সমস্যা তাড়াতাড়ি অবসান হবে।

এর আগে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষ হয়। বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ২টার দিকে উভয় নেতার এই বৈঠক শেষ হয়। পরে তাদের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিদের মাঝে সাতটি সমঝোতা স্মারক সই হয়।

দুই প্রধানমন্ত্রীর মধ্যকার বৈঠক শেষে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়।

এগুলো হলো-

১. কুশিয়ার নদী থেকে বাংলাদেশের ১৫৩ কিউসেক পানি প্রত্যাহার।   
২. ভারতের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (সিএসআইআর) সঙ্গে বাংলাদেশের সিএসআইআরের বৈজ্ঞানিক সহযোগিতা । 
৩. বাংলাদেশের সুপ্রিম কোর্ট ও ভারতের ভুপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমির সহযোগিতা।   
৪. ভারতের রেলওয়ের প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে বাংলাদেশ রেলওয়ের কর্মীদের প্রশিক্ষণ ।  
৫. ভারতীয় রেলওয়ের কর্তৃপক্ষের মাধ্যমে  বাংলাদেশ রেলওয়ের তথ্যপ্রযুক্তিগত সহযোগিতা ।  
৬. ভারতের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘প্রসার ভারতী’র সঙ্গে বাংলাদেশ টেলিভিশনের সহযোগিতা। 
৭. মহাশূন্য প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের বিটিসিএল ও ভারতের এনএসআইএলের মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক।

বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদীর পানিবণ্টন, রোহিঙ্গা সমস্যার সমাধানে সহযোগিতার পাশাপাশি দুই দেশের অনিষ্পন্ন বিষয়গুলো গুরুত্ব পায় আলোচ্যসূচিতে।

টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন